Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর মূল শুমারির গণনাকারী ও সুপারভাইজার গণের তালিকা
বিস্তারিত

বিশেষ দ্রষ্টব্য

০১. উপজেলা পরিসংখ্যান অফিস, পুঠিয়া, রাজশাহী কর্তৃক, ১২ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ তারিখের স্মারক নং-৫২.০১.৮১৮২.০০০.১১.০০১.২০-২৯ মোতাবেক প্রকাশিত ফলাফলের তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার পদে যারা প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছিলেন তারা প্রত্যেকে মূল শুমারিতে তালিকাকারী/গণনাকারী  ও সুপারভাইজার হিসাবে কাজ করবেন বিধায় তাদের ফলাফল পূনরায় প্রকাশ করা হলো না।

০২. নির্বাচিত সকল প্রার্থিকে পরবর্তিতে ই-ট্রেনিং এ অংশগ্রহন করতে হবে এবং উক্ত ই-ট্রেনিং এ উত্তীর্ণ প্রার্থীগণ কেবলমাত্র মূলশুমারির কাজে অংশগ্রহন করতে পারবে। ই-ট্রেনিং এর তারিখ, সময় ও স্থান পরবর্তীতে উপজেলা পরিসংখ্যান অফিস, পুঠিয়া, রাজশাহী এর ওয়েব সাইট

(www.bbs.puthia.rajshahi.gov.bd) এর নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে ।

০৩. নির্বাচিত প্রার্থীগন কে নিম্নের নির্ধারিত তারিখে, NID-এর ফটোকপি (যাদের NID হয়নি/নাই শুধুমাত্র তারাই তাদের পিতা/মাতার NID এর ফটোকপি) এবং স্মার্ট ফোন নিয়ে উপজেলা পরিসংখ্যান অফিস, পুঠিয়া, রাজশাহীতে যোগাযোগ করার জন্য জানানো যাচ্ছে। যে সকল প্রার্থী উক্ত তারিখে উপস্থিত হতে পারবেনা, সে সকল প্রার্থী কাজ করতে ইচ্ছুক নয় বলে বিবেচিত হবে।

পৌরসভা/ইউনিয়নের নাম

স্বাক্ষাতের তারিখ

স্বাক্ষাতের সময়

 পুঠিয়া পৌরসভা, পুঠিয়া ইউনিয়ন,  জিউপাড়া ইউনিয়ন

১২/০৮/২০২১

সকাল ১০.০০ টা থেকে বিকেল ০৪.০০ টা পর্যন্ত

ভালুকগাছী ইউনিয়ন, শিলমাড়িয়া ইউনিয়ন

১৬/০৮/২০২১

সকাল ১০.০০ টা থেকে বিকেল ০৪.০০ টা পর্যন্ত

বানেশ্বর ইউনিয়ন, বেলপুকুরিয়া ইউনিয়ন

১৭/০৮/২০২১

সকাল ১০.০০ টা থেকে বিকেল ০৪.০০ টা পর্যন্ত

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
09/08/2021
আর্কাইভ তারিখ
30/10/2021