Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
RSPA 2021 জরিপের প্রেরিত তথ্য পুনরায় যাচাই-বাছাই করে সংশোধন করা
বিস্তারিত

শ্রদ্ধেয় স্যার/প্রিয় সহকর্মীগণ,

 

শুভেচ্ছা রইল,

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক পরিচালনাধীন Rapid Survey: Poverty Assessment (RSPA)-2021 এর মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।

 

০২। আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, আপনার বিভাগের অধীন জেলাসমূহ কর্তৃক প্রেরিত তথ্যে কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয়েছে যা একটি excel file প্রেরণ করা হল। আপনি এও অবগত আছেন যে, ইতোমধ্যে RSPA 2021 জরিপের সার্ভার বন্ধ করা হয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে excel file-এ প্রেরিত সংশ্লিষ্ট খানার তথ্যসমূহ জেলা/উপজেলা অফিসের মাধ্যমে গণনাকারীদের দ্বারা তা পুনরায় যাচাই-বাছাই করে সংশোধনপূর্বক [লাল কালিতে চিহ্নিত করে] আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে ইমেইলে জরুরি ভিত্তিতে প্রেরণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা করতে আপনাকে নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হল।     

 

০৩। এ বিষয়ে কোন প্রকার ব্যাখ্যার প্রয়োজন হলে দয়া করে ফোকাল পয়েন্ট অফিসারের সাথে যোগাযোগ করবেন।

 

ধন্যবাদসহ,

 

মহিউদ্দিন আহমেদ, এমপিএইচ

ফোকাল পয়েন্ট অফিসার

RSPA-2021, বিবিএস

প্রকাশের তারিখ
26/09/2021
আর্কাইভ তারিখ
01/10/2021